নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতির জট খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন কর্মবিরতিতে যাওয়া পাইলটদের একাংশ।
বুধবার ফের শ্রম কমিশনারের সঙ্গে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাইলটরা জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। তবে তার জেরে বিমান পরিষেবায় যাতে অচলাবস্থার সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে রিলে পদ্ধতিতে কাজে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা।
অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালানোর প্রশিক্ষণ কারা পাবেন, তা নিয়ে পাইলটদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। সোমবার রাতে এ নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পরেই কর্মবিরতিতে যান পাইলটরা।
এদিকে, পাইলটদের কর্মবিরতিতে এদিনও বিঘ্নিত হয়েছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা। সকাল থেকে ভারতজুড়ে মোট ১২টি উড্ডয়ন বাতিল করা হয়েছে। ৩টি আন্তর্জাতিক ও ৯টি আন্তর্দেশীয় বিমান বাতিল হয়েছে। এর মধ্যে নয়াদিল্লি-সিঙ্গাপুর, নয়াদিল্লি-নিউইয়র্ক এবং মুম্বাই-নিউইয়র্কের বিমান রয়েছে।
এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতিকে সরাসরি `বেআইনি` বলে চিহ্নিত করেছিলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং।
তবে এদিন তিনি বলেন, "অচলাবস্থা কাটাতে আমরা উদ্যোগী হব। কিন্তু পাইলটদেরও সদর্থক ভূমিকা নিতে বলে। "
উল্লেখ্য, সোমবার মধ্যরাত থেকে ডাকা কর্মবিরতির জেরে মঙ্গলবার কাজে যোগ দেননি প্রায় ১৬০ জন পাইলট। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় এদিন মধ্যরাত থেকে কর্মবিরতিতে আছেন এয়ার ইন্ডিয়ার শতাধিক পাইলট।
তার জেরে পাইলটদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। পাইলটদের সংগঠন ইন্ডিয়ান পাইলটস গিল্ডের স্বীকৃতি বাতিল করা হয়েছে। সেইসঙ্গে বরখাস্ত করা হয়েছে ১০ জন ধর্মঘটী পাইলটকে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর