ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হুমকির অভিযোগ, পৌরভোটে প্রস্তুতি নিয়ে নামছে বামেরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, মে ৯, ২০১২
হুমকির অভিযোগ, পৌরভোটে প্রস্তুতি নিয়ে নামছে বামেরা

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

পৌর নির্বাচনে প্রচার কৌশল এবং বিভিন্ন বিষয় নিয়ে বুধবার বামফ্রন্টের বৈঠক হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিমানবাবুর অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য ভয় দেখানো হচ্ছে। নির্বাচনের প্রচারেও বাধা দিচ্ছে তৃণমূল।

আগামী ৩ জুন রাজ্যের ৬টি পৌরসভায় নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। ৬টি পৌরসভার মধ্যে ৫টি-তেই ঐক্যবদ্ধভাবে প্রার্থী তালিকা জমা দিয়েছে বামফ্রন্ট।

তবে কোনো বড় জনসভা নয়, পৌরভোটের প্রচারে এবার বাড়ি বাড়ি প্রচারের ওপর জোর দিতে চায় বামেরা। তাই শুধু পৌরসভাকেন্দ্রীক প্রচার না করে, জুন মাস পর্যন্ত গোটা রাজ্য জুড়েই একগুচ্ছ প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

পাশাপাশি রাজ্য সরকার কীভাবে চলছে, তা নিয়ে জুন মাসে একটি পুস্তিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বামফ্রন্টের তরফে।

মাল্টিব্র্যান্ড খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ ইস্যুতে যে বিরোধিতার পথেই হাঁটবে বামেরা, তা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বিমানবাবু বলেন, ওই বৈঠকে এফডিআই নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ হলে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন রাজ্যের খুচরো ব্যবসায়ীরা।

১ বছরে পা দিতে চললো রাজ্য সরকার। এই ১ বছরের মধ্যে পৌরসভা নির্বাচনই তৃণমূল কাছে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।