ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পরিবর্তনের একবছর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ১৩, ২০১২
পশ্চিমবঙ্গে পরিবর্তনের একবছর

কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পরিরবর্তনের এক বছর৷ এক বছর আগে ঠিক আজকের দিনই পরিবর্তনের সবুজ রং লেগেছিল রাজ্যে৷ ভেঙে পড়েছিল ৩৪ বছরের লাল দুর্গ৷

কালীঘাটের অপরিসর ঘর থেকে মহাকরণে যাওয়া নিশ্চিত করেছিলেন মমতা ব্যানার্জি৷ রচিত হয়েছিল নতুন এক ইতিহাস৷

ঠিক একবছর আগে এই দিনে এই মানুষটা বদলে দিয়েছিলেন বাংলার রং৷ তার হাত ধরেই ৩৪ বছরের বাম জমানার ইতি৷ তার হাত ধরেই মহাকরণের মসনদে তৃণমূল কংগ্রেস৷

আর পাঁচজনের মতোই সাদামাটা চেহারার এক নারী৷ কিন্তু, জেদটা অন্যদের থেকে একেবারেই আলাদা৷ আর সাহস, সততা, জেদ-এই তিন অস্ত্রেই ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন তিনি৷

কংগ্রেস থেকে বেরিয়ে ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল গড়ার পর থেকে মহাকরণ পর্যন্ত মমতার যাত্রাটা অত্যন্ত রোমাঞ্চকর৷ যার টানেই সুদূর মার্কিন মূলুক থেকে ছুটে এসেছেন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷

কিন্তু, পরিবর্তনের এই রাস্তাটা কোনোদিনই মৃসণ ছিল না৷ কখনও একা তিনি লোকসভার সাংসদ, কখনও ৩০ জন বিধায়ক৷ জুটেছে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য৷

২০০৬-এর বিধানসভা নির্বাচনে মাত্র ২৯টি আসন পায় তৃণমূল৷ ফলে, তাদের বিরোধী দলের মর্যাদা পর্যন্ত দেয়নি রাজ্য সরকার৷ পরে, উপ-নির্বাচনের মধ্যে দিয়ে বনগাঁ আসন জিতে কোনওরকমে সেই মর্যাদা আদায় করে নেয় তারা৷

এরপরই সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব৷ সিঙ্গুর-নন্দীগ্রামে জমি আন্দোলনের রাজনৈতিক ডিভিডেন্ড হিসেবে ২০০৮-এ পঞ্চায়েত ভোটে বড়সড় সাফল্য পান মমতা৷ আর তারপরেই ওই বছরেই আগস্টে টাটার ন্যানো মোটর গাড়ির কারখানার জমি নিয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ধারে অবস্থান৷

তার শিল্প বিরোধী ভাবমূর্তির অভিযোগ তুলে রাজ্য জুড়ে তৎকালীন ক্ষমতাসীন সিপিএমের প্রচার৷ সেই প্রচারকে ঝড়ে উড়িয়ে ২০০৯-এর লোকসভা ভোটে ১৯ জন সাংসদ নিয়ে আরও মাথা তুলে দাঁড়ায় তৃণমূল৷ ফের ভারতের রেলমন্ত্রী হন কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা৷

২০১১-র বিধানসভা ভোটের আগে চষে বেড়িয়েছেন গোটা রাজ্য৷ হাওয়াই চটি (ফোম) পায়ে হেলিকপ্টারে প্রচার৷ শেষপর্যন্ত সাফল্য পেলেন৷ এলো তার জীবনের সেই বহুকাঙ্খিত দিন৷
২০১১-র ১৩ মে৷ মমতা হাওয়ায় সিডরের ঝড়ের মতো উড়ে গেল বামেরা৷ তারপর শুরু হল তৃণমূল পরিচালিত জোট সরকারের পথচলা৷

এদিকে, এদিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে উপস্থিত বহু শুভানুধ্যায়ী। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বর্ষপূর্তি উপলক্ষ্যে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তার বাড়িতে উপস্থিত হন।



এদিন, রাজ্য সরকারের বর্ষপূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের মিছিল বের হয় কলকাতার রাজপথে৷

বিকেল সাড়ে ৪টে নাগাদ হাজরা থেকে মিছিল শুরু হয়৷ শেষ হয় রাজাবাজারে৷ মিছিলে ছিল ১৩টি ট্যাবলো৷ কোনওটিতে তুলে ধরা হয়েছে বাম আমলে হওয়া সন্ত্রাসের চিত্র৷ কোথাও বা মণিষীদের ছবি৷ কোথাও আবার শুধুই সরকারের ভিশন৷

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এদিন মিছিলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতানেত্রীরা৷ সড়কের একদিক আটকে মিছিল হয়েছে৷ অন্যদিক দিয়ে যান চলাচল করেছে৷ তা সত্বেও মিছিলের জেরে শহরের বেশ কিছু এলাকায় তীব্র যানজট তৈরি হয়৷

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।