ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকি ওঠে যাচ্ছে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১২

নয়াদিল্লি: রান্নার জন্য ব্যবহৃত লিকুউফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর থেকে ভর্তুকি তুলে দিচ্ছে ভারত সরকার।  
কেন্দ্র সরকারের একটি সূত্র জানিয়েছে, সমগ্র দেশে দু’দফায় এলপিজি থেকে ভর্তুকি তুলে দেবে সরকার।



প্রথম দফায় কেন্দ্রের নয়া ফরমান চালু হবে সংসদ সদস্য, রাজ্য বিধানসভার সদস্য ও সমস্ত গেজেটেড অফিসারদের ক্ষেত্রে।

দ্বিতীয় দফায় এই নিয়ম চালু হবে যে সমস্ত পরিবারের মাসিক আয় ৫০ হাজার রুপি বা তার বেশি, সেই সব পরিবারের ওপর। এর ফলে সংশ্লিস্ট ব্যক্তিদের ১৯ কেজি একটি সিলেন্ডার ১ হাজার ২০০ রুপি দিয়ে কিনতে হবে।

জানা গেছে, নতুন এই নীতির ফলে সরকার অনেকটাই লাভবান হবে। এর ফলে এলপিজি ভর্তুকি থেকে সরকারের বাঁচবে ৫ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, ২০১১-১২ সালে এলপিজিতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ২৫ হাজার কোটি রুপি।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।