ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইপিএল বিতর্ক: শাহরুখের পাশে মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১২

কলকাতা: আইপিএল বিতর্কে শাহরুখের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিষয়টি নিয়ে মন্তব্য করা উচিত হবে না বলেও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে(আইসিএ) তাদের সিদ্ধান্ত পুর্ণবিবেচনার জন্য শুক্রবার অনুরোধ জানিয়েছেন তিনি।



এদিন মহাকরণে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি অন্য রাজ্যের। এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি মহারাষ্ট্রকে ভালবাসি। মহারাষ্ট্র ভারতের বাণিজ্যের রাজধানী। কোনও একজনকে ঢুকতে দেওয়া হবে না বলা অগণতান্ত্রিক।

তিনি বলেন, শচীন থেকে সৌরভ, শাহরুখ সকলকেই আমরা ভালবাসি। এরা আমাদের গর্ব। আমি জানি না এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে কিনা। খুবই স্পর্শকাতর বিষয়। তবে আমি শুধু এমসিএ’র কাছে অনুরোধ করবো, বিষয়টি পুর্ণবিবেচনার জন্য। শুনেছি কয়েটি শিশু নিয়ে স্টেডিয়ামে যেতে চেয়েছিল শাহরুখ। নিশ্চয়ই কোথাও কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।

উল্লেখ্য, বুধবার এমসিএ’র সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বলিউড বাদশা শাহরুখ খান। যার ফলে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের প্রবেশের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা জারি করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।