ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোল মূল্যবৃদ্ধি নিয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ২৫, ২০১২

কলকাতা: পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মূল্যবৃদ্ধি প্রতিবাদে শনিবার বিকেল ৫টা থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল করবে তৃণমূল৷ যাদবপুর থানা থেকে আনোয়ার শাহ রোড, দেশপ্রাণ শাসমল রোড, টালিগঞ্জ ফাঁড়ি, রাসবিহারী হয়ে হাজরা মোড়ে শেষ হবে ওই মিছিল।



পেট্রোলের ব্যাপক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার প্রথম রাস্তায় নামে তৃণমূল৷ ভারতের রেলমন্ত্রী মুকুল রায়ের নেতৃত্বে হাজরা থেকে মেয়ো রোড পর্যন্ত মিছিল হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, মূলত ৩টি বার্তা দিতেই মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের ওপর ক্রমাগত চাপ তৈরি করা৷ যাতে পেট্রোলের বর্ধিত মূল্য আংশিক প্রত্যাহারে একপ্রকার বাধ্য হয় কেন্দ্র৷ সেক্ষেত্রে তৃণমূল ভাড়া প্রত্যাহারকে নিজেদের রাজনৈতিক জয় বলে দাবি করে ফায়দা তুলতে পারবে।

ইউপিএ-টুয়ের দ্বিতীয় বৃহত্তম শরিক হলেও তারা যে পেট্রোলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের শরিক নন, মানুষকে সেই বার্তা দিতে চান মমতা।  

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই মানুষের নাভিশ্বাস উঠেছে৷ তার ওপর পেট্রোলের এই নজিরবিহীন মূল্যবৃদ্ধিতে মানুষের সমস্যা আরও বাড়বে৷ এই পরিস্থিতিতে তিনিও যে মানুষের ক্ষোভ এবং কষ্টের শরিক, সেই বার্তাও দিতে চান মুখ্যমন্ত্রী।

পেট্রোলের দাম বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই মমতা জানিয়েছিলেন, কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ, মর্মামহত৷ সরকার না ছাড়লেও রাস্তায় নেমে এর প্রতিবাদ চলবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।