ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চুরুলিয়ায় শুরু হয়েছে নজরুল মেলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ২৬, ২০১২

কলকাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মন্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে শুক্রবার থেকে শুরু হয়েছে ৩৫তম নজরুল মেলা। এই মেলা চলবে ৭দিন পর্যন্ত।



শুক্রবার সকালে কবির জন্মভিটের প্রাঙ্গণ থেকে প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবি ও সাধারণ মানুষের প্রভাত ফেরি শুরু হয়ে চুরুলিয়ার হাটতলায় আসে। সেখানে কবির আবক্ষ ব্রোঞ্জ মূর্তিতে মাল্যদান করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক ও কবি পরিবারের সদস্য কাজী মোজাহার হোসেন, সভাপতি নকুল মাহাতো, সহ-সভাপতি ডমরু কোরেশ মন্ডল প্রমুখ।

এরপর প্রভাতফেরীটি চুরুলিয়া গ্রাম পরিক্রমা করে আসে কবি ও কবি স্ত্রী প্রমিলা দেবীর সমাধিস্থলে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আইনমন্ত্রী মলয় ঘটক।

এই মেলা উপলক্ষে প্রমিলা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ মে কাজী ফকির আহমেদ ও কাজী জাহেদা খাতুন দিবস, ২৭ মে রবীন্দ্র দিবস, ২৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস, ২৯ মে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ দিবস, ৩০ মে স্বামী বিবেকানন্দ দিবস ও ৩১ মে লোকসংস্কৃতি দিবস পালিত হবে নজরুল মেলায়।

বিভিন্ন দিবসে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্য, শ্রুতিনাটক, যন্ত্রসংগীত, নাটক ও বাউলগানের অনুষ্ঠান হবে। বাংলাদেশ, আসাম, কলকাতা ও নাগাল্যান্ড এবং  পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

এবার চুরুলিয়ার নজরুল একাডেমির নজরুল সম্মাননা পাচ্ছেন নদীয়ার নজরুল গবেষক কৃষ্ণা ভৌমিক। প্রমীলা সম্মাননা পাচ্ছেন কলকাতার অলকানন্দ সরকার। সব্যসাচী সম্মাননা পাচ্ছেন বর্ধমানের ললিত কোনার। এছাড়াও বিশেষ সংবর্ধনা দেওয়া হচ্ছে নাট্যকার স্বপন বিশ্বাস, চিত্রশিল্পী দেবব্রত ঘোষ, ড.কল্যানী মণ্ডল এবং বাকুঁড়ার সমরেন্দ্র বিশ্বাস।

কবির ভ্রাতুষ্পুত্র কাজী মোজাহার হোসেন বলেন, ৩৫ বছর ধরে এই মেলা ও অনুষ্ঠান আমরা করছি। একাডেমির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে কবির নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। যার জন্য আমরা চুরুলিয়া ৪০ একর জমি চিহ্নিত করে রেখেছি।

আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন। সরকারিভাবে ওই জমি এবং কাগজপত্র দেখা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।