ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী-পুত্রকে গ্রেফতার করলো সিবিআই

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মে ২৮, ২০১২

নয়াদিল্লি: আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি থাকার অভিযোগে অন্ধ্রপ্রদেশের সাবেক প্রয়াত মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির পুত্র জগন্মোহনকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ৷  

প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রোববার সন্ধ্যায় রাজশেখর-পুত্রকে গ্রেফতার করে সিবিআই ৷এর আগেও অবশ্য দু’বার জগনমোহনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ রোববার তৃতীয়বারের জন্য তাঁকে ডেকে পাঠানো হয় সিবিআইয়ের দফতরে ৷ জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সময সাড়ে ৭টা নাগাদ গ্রেফতার করা হয় তাকে ৷

ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়া মাত্রই অন্ধ্রপ্রদেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক করা হয়েছে প্রতিটি থানাকে ৷এর আগে জগন্মোহনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশে হাইকোর্ট।

তার বিরুদ্ধে প্রতারণা, নথি জাল সহ একাধিক ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে৷

এদিকে, জগন্মোহনকে সিবিআই গ্রেফতার করার পরই অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক বির্তক শুরু হয়েছে ৷জগন্মোহনকে আগেই গ্রেফতার করা উচিত ছিল বলে দাবি করেছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও তেলুগু দেশম পার্টি ৷

কংগ্রেস ষড়যন্ত্র করে জগন্মোহনকে জেলে পুড়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াইএসআর কংগ্রেস ৷যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি দাবি করেছেন, সিবিআই আইন অনুযায়ী কাজ করবে, এতে তাদের কিছুই বলার নেই ৷

আগামী ১২ জুন অন্ধ্রপ্রদেশে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৷ ভয় পেয়েই কংগ্রেস তার আগেই জগন্মোহনকে গ্রেফতার করে বলেও অভিযোগ উঠেছে ৷  

এদিকে দলীয় সভাপতির গ্রেফতারির প্রতিবাদে সোমবার অন্ধ্রপ্রদেশে হরতালের ডাক দিয়েছে তার দল ৷ হায়দরাবাদ শহরে কার্যত কার্ফ্যু জারি করা হয়েছে ৷শহরজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷জগন্মোহনকে সিবিআই গ্রেফতার করার পর ধরনায় বসেন তার মা ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক বিজয়ালক্ষ্মী ৷

২০০৯-এ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির৷ এরপর দল তাঁকে মুখ্যমন্ত্রী না করায় কিছুদিন বাদে কংগ্রেস ছেড়ে নিজের দল ওয়াইএসআর কংগ্রেস গঠন করেন জগন্মোহন ৷

অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷কারণ, কংগ্রেস ছাড়ার পর জগন বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে ৷

তার ওপর, অন্ধ্রপ্রদেশের রেড্ডি ভোটব্যাঙ্কের বড় অংশই দীর্ঘদিন ধরে কংগ্রেসের প্রতি অনুগত বলে পরিচিত ৷এই পরিস্থিতিতে জগন্মোহনের গ্রেফতারের ঘটনায় রেড্ডি সম্প্রদায় কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা ৷

রাজশেখরের মৃত্যুর পর থেকেই অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের অবস্থা টালমাটাল ৷এই পরিস্থিতিতে জগনের সঙ্গে সংঘাত জোরালো হয়ে ওঠার পর অন্ধ্রের রাজনীতি কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর সবার ৷

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।