কলকাতা: ঠিক একমাস আগে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমানায় প্রবেশ করে দুঘর্টনাগ্রস্ত বাংলাদেশের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটির যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
গত ২৫ এপ্রিল পাইলট রাশদুল ইসলাম এ প্রশিক্ষণ বিমানটি নিয়ে অন্ধকারের মধ্যে মুশির্দাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার রাইগ্রামে ধানক্ষেতে জরুরি অবতরণ করেন।
তিনি ফিরে গেলেও বাংলাদেশে বিমানটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ বিমানটি আর চালিয়ে উড়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। তাই এটির যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়া হচ্ছে।
ইতিমধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর ১৫ সদস্যর একটি প্রতিনিধি দল কলকাতা হয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের সঙ্গে রয়েছেন ভারতীয় বিমানবাহিনীর ৫ জন সদস্য। যৌথভাবে তারা বিমানটির বিভিন্ন অংশ খুলে নিয়ে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
রোববার থেকে এই কাজ শুরু হয়েছে। মঙ্গলবার কাজ শেষ হওয়ার কথা। বিমানটি বিভিন্ন অংশ খুলে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে কান্দি-কাটোয়া রাজ্য সড়কে। তারপর এই যন্ত্রাংগুলো ট্রাকে করে কলকাতা হয়ে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, মে ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর