আগরতলা (ত্রিপুরা) : তৃতীয় ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে অংশ নিতে বুধবার ঢাকা এসেছেন ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিরা।
রাজ্যের শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিরা সকাল সাড়ে আটটায় আখাউড়া দিয়ে বাংলাদেশে এসেছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকায় আয়োজিত হচ্ছে এ মেলা।
শিল্পমন্ত্রী ছাড়াও এসেছেন রাজ্যের মুখ্যসচিব এস কে পাণ্ডা, শিল্প দফতরের অধিকর্তা এবং ১৪ জনের ব্যবসায়িক দল।
রাজ্যের বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সরঞ্জাম এবং রাজ্যে উৎপাদিত বিভিন্ন শিল্প সামগ্রী মেলায় প্রদর্শিত হবে।
উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরাও অংশ নেবেন মেলায়।
বাংলাদেশ সময় : ১২১২ ঘণ্টা, মে ৩০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর