ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তারিক করিম ও পঙ্কজ শরণ ৫ জুন আগরতলা যাচ্ছেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ৩০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : এ রাজ্যে আসছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার তারিক এ করিম এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

আগামী ৫ জুন এ দুই কুটনৈতিক রাজ্যে আসছেন।

মঙ্গলবার মহাকরণ সূত্রে এ খবর জানা গেছে। দুই কূটনৈতিকের সফর ঘিরে রাজ্যে প্রশাসনে এখন দারুন ব্যস্ততা।

জানা গেছে, সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তারা রাজ্যে আসছেন। এর মধ্যে অন্যতম ফেনী নদীর ওপর তৈরি হতে যাওয়া পাকা সেতু, সীমান্ত হাট এবং  সীমান্তের ল্যান্ড কাস্টম স্টেশন গুলির অবস্থা খতিয়ে দেখা।

রাজ্যের বেশ কয়েকটি সীমান্ত এলাকায় একসঙ্গে সফর করবেন এই দুই হাই কমিশনার। বৈঠক করবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের উচ্চ কর্মকর্তাদের সঙ্গে।

বাংলাদেশ সময় : ১১৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১২
তন্ময়,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।