কলকাতা: আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।
বুধবার সেই চিঠি মহাকরণে এসে পৌঁছেছে।
গত ৬ ও ৭ মে কলকাতা সফর করেন হিলারি। ওই সফরে তিনি মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন।
মহাকরণ সূত্রে জানা গেছে, চিঠিতে তার সেই সফরে আতিথেয়তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হিলারি। হিলারি তার চিঠিতে রাজ্যের উন্নয়ন সম্ভাবনার ক্ষেত্রে সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে মার্কিন অংশীদারিত্বের প্রসঙ্গটিও উল্লেখ করেছেন।
আগামী দিনে পার্টনার স্টেট হিসেবে পশ্চিমবঙ্গকে সাহায্য করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। মমতার সঙ্গে শিকাগো ও কলকাতার ঐতিহাসিক সম্পর্ক সংক্রান্ত আলোচনা উপভোগ করেছেন বলেও জানিয়েছেন হিলারি।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর