ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিকিমে মাটি ধসে ২ হাজার পর্যটক আটক

শিলিগুড়ি করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, মে ৩১, ২০১২
সিকিমে মাটি ধসে ২ হাজার পর্যটক আটক

শিলিগুড়ি: ভারতের হিমালয়ের সীমান্তবর্তী রাজ্য সিকিমের ছাঙ্গুতে মাটি ধসে প্রায় ২ হাজার পর্যটক আটকা পড়েছে।

বুধবার বিকেলে গ্যাংটক থেকে ছাঙ্গুর পথে সড়কে হঠাৎ ধস নামে।

ধসের কারণে পথে আটকে পড়েছে প্রায় ৪০০ গাড়ি। আটকে পড়া গাড়িগুলোর যাত্রীদের অধিকাংশই পর্যটক।

সিকিমের রাজ্য প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। যদিও বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

স্থানীয় প্রশাসন সূত্রে আটকে পড়া পর্যটকদের অস্থায়ী শিবির করে সেখানে রাখা হয়েছে। বৃষ্টি থামলে বৃহস্পতিবার সকালের মধ্যে সড়ক পরিস্কার করা যাবে বলেই আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।