ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হরতালে পশ্চিমবঙ্গের জনজীবন স্বাভাবিক রাখার উদ্যোগ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, মে ৩১, ২০১২

কলকাতা: পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার এনডিএ`র ডাকা ভারত জুড়ে হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য বৃহস্পতিবার সব সরকারি যানবাহন রাস্তায় নামবে।

সেই সঙ্গে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, হরতালের দিন কোনো সরকারি কর্মী কাজে অনুপস্থিত থাকলে, তার ছুটি মঞ্জুর করা হবে না।

বিজেপির ডাকা হরতালের সর্বাত্মক বিরোধিতা করছে কংগ্রেস। জনজীবন সচল রাখতে রাজ্য সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

এদিকে, একই দিনে বিজেপির হরতাল এবং বামেদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপির হরতালেকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই, বামেরা নিজেদের কর্মসূচি পালন করবে।

এদিকে, যে ইস্যুতে বৃহস্পতিবারের হরতাল, পেট্রোলের বর্ধিত দামের আংশিক প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

আগামী দু-তিন দিনে পেট্রোলের দাম লিটার প্রতি ২ রুপি কমতে পারে বলে এইচপিসিএল এবং আইওসি ইঙ্গিত দিয়েছে। আগামী ২-৩ দিনে তেল সংস্থাগুলোর রিভিউ মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, ৩১ মে, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।