ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শুক্রের ট্রানজিট দেখতে ব্যাপক উৎসাহ কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ৬, ২০১২
শুক্রের ট্রানজিট দেখতে ব্যাপক উৎসাহ কলকাতায়

কলকাতা: সূর্যের ওপর শুক্রের ট্রানজিট। বুধবার সকাল থেকে বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো কলকাতাবাসী।



নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে শুক্র গ্রহ। এদিন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসেছে শুক্র। এর ফলে সূর্যের ওপর দিয়ে শুক্রের অতিক্রমণ হয়েছে। সূর্যে শুক্রের এই অতিক্রমণ দেখতে চলমান কালো টিপের মতো।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের ওপর শুক্রের এই অতিক্রমণ সাত ঘণ্টা স্থায়ী হবে। টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাচ্ছে। তবে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা। তাতে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সেক্ষেত্রে সোলার ফিল্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রের সূর্য অতিক্রমের পরবর্তী দৃশ্য দেখা যাবে ২১১৭ সালে।

পৃথিবীর অন্যান্য অংশের মতো সূর্যে শুক্রের অতিক্রমণ দেখার উৎসাহে সামিল গোটা ভারতও। পিছিয়ে নেই কলকাতা। রাজ্যের বৃহত্তম বিজ্ঞান সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিভিন্ন স্থানে শিবির করে এদিন এই ঘটনা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা হয়। এই ট্রানজিট দেখার জন্য প্রায় পাঁচ লাখ মাইলো শিটের চশমা বিতরণ করে তারা।

সকাল থেকেই বাইপাসের ধারে সায়েন্স সিটি এবং সল্টলেকের পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের মতো বিভিন্ন জায়গায় উৎসাহী মানুষরা হাজির হন। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামেও শুক্রের সূর্য অতিক্রমণ দেখার আয়োজন করা হয়। ছোট থেকে বড়, সবাই চোখ রাখছেন টেলিস্কোপের লেন্সে।

কলকাতায় ভোরের দিকে মেঘ থাকায় সূর্যে শুক্রের ছায়া দেখা যায়নি। বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে এসে অনেকেই আশাহত হন। কিন্তু সকাল হতেই আকাশ পরিষ্কার হয়। তারপরই দর্শকরা সূর্যের ওপর কালো বিন্দুর মতো শুক্রের ছায়া দেখতে পান।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুন ০৬, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।