ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পঞ্চায়েত ভোটে জোটের সিদ্ধান্ত রাজ্য কংগ্রেস নেবে: প্রণব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে রাজ্য কংগ্রেস। শনিবার সন্ধ্যায় কলকাতায় একথা বলেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৷

রাষ্ট্রপতি নির্বাচনে তার মনোনয়ন প্রসঙ্গে কংগ্রেস হাইকমান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানালেন তিনি ৷

জোট হয়নি বলে রাজ্যের সম্প্রতি হয়ে যাওয়া পৌর ভোটে একাই লড়েছে কংগ্রেস।

৫টি পৌরসভায় সাফল্য না পেলেও, নদিয়ার কুপার্স ক্যাম্প নিজেদের দখলেই রেখেছে তারা ৷

অন্যদিকে, পৌরভোটের সাফল্যকে সামনে রেখে পঞ্চায়েতেও একলা লড়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূলও।

এমন পরিস্থিতিতে পঞ্চায়েতেও কি একাই লড়বে কংগ্রেস? এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্তের দায়ভার রাজ্যের কংগ্রেস নেতৃত্বের হাতেই ছেড়ে দিয়েছেন অর্থমন্ত্রী প্রণব  মুখার্জি ৷
 
শুক্রবার রাতেই কলকাতায় আসেন তিনি। শনিবার রায়গঞ্জের দিকে রওনা দেওয়ার আগে জানিয়ে দিয়ে গেলেন পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেসের অবস্থান সম্পর্কে তার অভিমত।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জুন ১০, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।