নয়াদিল্লি: ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে সোমবার যোগ দিলেন ভিরাভল্লি সুন্দরম সাম্পাথ।
তিনি এস ওয়াই কুরেশির স্থলাভিষিক্ত হলেন।
সাম্পাথ অন্ধ্রপ্রদেশ, দিল্লির সচিব পর্যায়ে কাজ করেছেন। ২০০৯ সাল থেকে তিনি দিল্লিতে বিদ্যুৎ দফতরের সচিব ছিলেন।
১৯৫০ সালের ১৬ জানুয়ারি তার জন্ম। ২০১৫ সালে তিনি অবসর নেবেন। ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার তার সময়-সীমার ৬ বছর অথবা তার ৬৫ বছর পর্যন্ত ওই পদে থাকতে পারবেন।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর