ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্মসংস্থান সৃষ্টিতে সাফল্য দেখিয়েও বঞ্চিত ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কর্মসংস্থান সৃষ্টিতে দারুন সাফল্য দেখিয়েও বঞ্চিত থেকে যাচ্ছে ত্রিপুরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।



তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গত অর্থ বছরে “প্রধানমন্ত্রী কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পে” রাজ্যে ৮৫০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অথচ রাজ্যেকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল মাত্র ১৫০০।

লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছিল রাজ্য। তাছাড়া স্বাবলম্বন কর্মসূচিতে ৫৬ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। এই টাকা ঋণ দেওয়া হয়েছে বেকার যুবকদের স্বাবলম্বী হবার জন্য।  
জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্যসরকার দারুন সাফল্য দেখিয়েছে গত অর্থবছরে, কিন্তু এই অর্থ বছরে রাজ্যেকে বঞ্চিত করা হচ্ছে। ’

তিনি জানান, এই প্রকল্পে কর্ম সংস্থান সৃষ্টির জন্য রাজ্যকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে মাত্র ৩১৬।
জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘গত অর্থবছরে এত ভালো সাফল্য দেখানোর পরও এই অর্থবছরে এমন লক্ষ্যমাত্রা দেওয়া দুর্ভাগ্যজনক। ’    
 
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।