নয়াদিল্লি: বিশ্বের একশ’ ধনী ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি ও শচীন টেন্ডুলকার।
যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ফোর্বস’ সম্প্রতি বিশ্বের একশ’ ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করে।
তালিকায় সবার আগে রয়েছেন মার্কিন বক্সার ফ্লোয়ড ম্যয়ওয়েদার জুনিয়র। গত বছর দু’টি লড়াইয়ে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার রোজগার করেন ফ্লোয়ড। যদিও বিশ্বের সর্বোচ্চ এ ধনী ক্রীড়াবিদ ঝামেলায় জড়িয়ে পড়ে বর্তমানে তিন মাসের জেল খাটছেন।
৬২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অপর মার্কিন ফাইটার টিম ব্র্যাডলি। ২০০১ সাল থেকে ফোর্বস তালিকায় প্রথম স্থানে থাকা গলফের রাজা টাইগার উডস রয়েছেন তৃতীয় স্থানে।
একশ’ জনের তালিকায় দু’জন মাত্র মহিলা ক্রীড়াবিদ রয়েছেন। তারা টেনিসের সঙ্গে যুক্ত। প্রথম জন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা(২৬তম) এবং দ্বিতীয় জন চীনের লি না(৮১তম)।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর