ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হায়দ্রাবাদে জুবিলি হলে আগুন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অন্ধ্রপ্রদেশের কংগ্রেস বিধায়করা রোববার একটি বৈঠকের আয়োজন করেছিলেন হায়দ্রাবাদের জুবিলি হলে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জি।

সঙ্গে ছিলেন এআইসিসি’র সাধারণ সম্পাদক গোলাম নবী আজাদ, মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি ও পিসিসি প্রধান বোচা সত্যনারায়ণন।

বৈঠক শেষ হলে দুপুর বারোটা নাগাদ প্রণব মুখোপাধ্যায় সহ বিধায়করা হল ছেড়ে বেরিয়ে আসার দশ মিনিট পরই আগুন লেগে যায় জুবলি হলের স্টেশনারি রুমে।

খবর পেয়ে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, সর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই০১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।