ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারির মনোনয়নপত্র পেশ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারির মনোনয়নপত্র পেশ

নয়াদিল্লি: দ্বিতীয় বারের মতো ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বুধবার মনোনয়নপত্র পেশ করেছেন হামিদ আনসারি৷

প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ছাড়াও মনোনয়নপত্র পেশের সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও৷ ছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, লোক জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ানও।

ইউপিএ’র  শরিক দলের নেতাদের মধ্যে এনসিপি  নেতা শরদ পওয়ার, ডিএমকে নেতা টি আর বালু এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ প্রমুখ নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পেশ করেন আনসারি৷

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের পর আনসারিই একাদিক্রমে দু’দফায় উপরাষ্ট্রপতি পদে থাকবেন৷

মনোনয়নপত্র পেশের পর আনসারি বলেন, তিনি খুশি।



এদিকে, হামিদ আনসারির জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত ইউপিএ শিবির। তাদের অনুমাণ, তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও আনসারি সংসদের উভয়কক্ষের সদস্যদের মোট ৭৯০টি ভোটের মধ্যে একাই ৪৭০টি ভোট পাবেন। তৃণমূল সমর্থন করলে পাঁচ শ’রও বেশি ভোট পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।