ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যে রাজেশ খান্নার প্রেমিকার সম্পত্তি দাবি

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যে রাজেশ খান্নার প্রেমিকার সম্পত্তি দাবি

মুম্বাই: মৃত্যুর ৪৮ ঘণ্টা পার না হতেই প্রয়াত সুপারস্টার রাজেশ খান্নার সম্পত্তি নিয়ে বিবাদ চলে এসেছে প্রকাশ্যে। বিবাদ তৈরি হয়েছে তার পরিবার এবং শেষ জীবনের লিভ টুগেদারের সঙ্গি অনীতা আদভানীর মধ্যে।



সুপারস্টার তার জীবনের শেষ ৮টি বছর তার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন কিন্তু তাকেই মৃত্যুর দিন কার্যত সরিয়ে দেওয়া হয়েছিল এমনই অভিযোগ করেছেন অনীতা।

রাজেশ খান্নার মৃত্যুর ঠিক আগের দিন মঙ্গলবার তার পরিবারকে আইনি নোটিস পাঠিয়ে ছিলেন ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট এমানুয়েল মার্কোসের এই ভাইজি অনীতা।  

অনীতা বলেছেন, তাকে যাতে সম্পত্তি থেকে বিচ্যুত না করা হয়, সেই কারণেই নোটিস পাঠিয়েছি। বিগত আট বছর ধরে তিনি রাজেশ খান্নার সঙ্গেই থাকতেন ৷

তিনি আরও বলেছেন, বিগত দশ বছর ধরে তিনি রাজেশ খান্নার সঙ্গে ‘আশীর্বাদ ভবনেই’ থাকতেন৷ অবশ্য তিনি স্বীকার করেছেন যে অসুস্থতার কারণে শেষের দিকে রাজেশ খান্না তাকে মাঝে মাঝে চিনতে  পারতেন না৷ পরিবারের লোকজন তাকে রাজেশ খান্নার কাছ থেকে দূরে সরিয়ে দিতে থাকে এই সময়৷

রাজেশ খন্নার মৃত্যুর পর তার ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়৷ আর তাই তিনি খান্না পরিবারকে আদালতের নোটিস পাঠিয়েছেন ৷

একটি সুত্রে জানা গেছে, খান্না পরিবার অনেক দিন ধরেই নাকি অনীতাকে রাজেশ খন্নার বাসভবন আশীর্বাদ থেকে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন৷ সেই কারণেই তিনি খান্না পরিবারকে আইনি নোটিস পাঠিয়েছেন৷

ভারতের পারিবারিক হিংসার ১৯ নম্বর ধারায় অনীতা এই আইনি নোটিস পাঠিয়েছেন৷ এই ধারা অনুযায়ী তাকে সম্পত্তি থেকে বিচ্যুত করা যাবে না।

সূত্র মতে, অনীতা এবং খান্না পরিবারের মধ্যে একটা ঠাণ্ডা লড়াই চলছিল৷ রাজেশ খান্নার শেষ যাত্রার সময় এই লড়াই প্রকাশ্যে চলে আসার সম্ভাবনাও ছিল৷ রাজেশ খান্নার শেষ যাত্রার সময় অনীতা তার দেহবাহী গাড়িতে যেতে চেয়েছিলেন৷

কিন্তু রাজেশ কন্যা টুইঙ্কেলের স্বামী বলিউডের নায়ক অক্ষয় কুমার তাকে সেই গাড়িতে উঠতে দেননি।

অক্ষয় কুমার সেই সময় বলেছিলেন, ওই গাড়িতে শুধু পরিবারের লোকেরাই থাকবে।

সূত্রটি আরও জানাচ্ছে, অনীতার সঙ্গে খান্না পরিবারের সম্পর্ক কোনদিনই মধুর ছিল না৷ এমনকি রাজেশ খান্নার সঙ্গেও তার সাবেক স্ত্রী ডিমপল, জামাই ও মেয়েদের সম্পর্কও তিক্ত হয়ে গিয়েছিল৷ জীবনের শেষ পর্যায়ে পরিবারের সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়৷

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।