ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোট হল আসাম ত্রিপুরা সিকিম ও গোয়া’য়

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
ভোট হল আসাম ত্রিপুরা সিকিম ও গোয়া’য় ফাইল ফটো

ঢাকা: কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভারতে লোকসভার চতুর্থ দফার ভোট৷ শনিবার আসাম, ত্রিপুরা, সিকিম ও গোয়ার সাতটি আসনে ভোট গ্রহণ করা হয়৷ একইসঙ্গে নির্বাচন হয় সিকিম বিধানসভার ৩২টি আসনেও৷

সকাল থেকেই ত্রিপুরা পূর্ব, আসামের শিলচর, করিমগঞ্জ ও কার্বি আংলং, সিকিম, উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া কেন্দ্রের বুথগুলির বাইরে লম্বা লাইন ছিল৷ ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট ৭৪ প্রার্থীর৷ কোন কেন্দ্রে সকাল ৭টায় আবার কোন কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরু হয়।

তবে সবচেয়ে জোরদার লড়াই হবে ত্রিপুরা পূর্ব কেন্দ্রে সিপিএমের জিতেন্দ্র চৌধুরি ও তৃণমূল প্রার্থী ভৃগুরাম রিয়াং-এর মধ্যে৷ বাম ঘাঁটি ত্রিপুরায় এবার অনেকটাই দুর্বল সিপিএম৷

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রচার করে যাওয়ার পর প্রবলভাবে পরিবতর্নের হাওয়া বইছে ত্রিপুরায়৷ এই কেন্দ্রে মোট প্রার্থী ১২ জন৷ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন৷ রাজ্যে ২৭০টি অতি স্পর্শকাতর বুথ থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷

সিকিমের একমাত্র লোকসভা আসনে প্রার্থী সংখ্যা ছয়৷ মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৩২৬৷ পাশাপাশি এদিন আসামে ভাগ্য নির্ধারিত হচ্ছে শিলচরের হেভিওয়েট কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী কবীন্দ্র পুরকায়স্থ, করিমগঞ্জে ললিতমোহন শুক্লবৈদ্য ও কৃষ্ণা দাস এবং কার্বি আংলং স্বশাসিত জেলায় বীরেসিং ইংতি ও জয়রাম ইংলেং’র৷ আসামের বাকি ছ'টি লোকসভা আসনে ভোট হবে আগামী ২৪ এপ্রিল৷

এদিন গোয়ার পানাজিতে ভোট দিয়ে বুথ থেকে বেড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর পারিকর বলেন, "গোয়ার দুটি আসনে বিজেপিই জিতবে৷ মোদী হাওয়া ছাড়াও রাজ্যে দলের কাজে মানুষ খুশি৷"

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।