ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীকে অভিনন্দন মনমোহনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪
মোদীকে অভিনন্দন মনমোহনের

ঢাকা: ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

শুক্রবার দুপুর পর্যন্ত বেসরকারি ফলাফলে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের খবর আসার পর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মনমোহন মোদীকে এ অভিনন্দন জানান।



বিবৃতিতে একইসঙ্গে লোকসভা নির্বাচনে দলের বিস্ময়কর ফলাফলের জন্যও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে অভিনন্দন জানান কংগ্রেসের প্রভাবশালী নেতা মনমোহন।

দুপুর আড়াইটা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মোট ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৮৮টি আসন। সরকার গঠনের জন্য দরকার ছিল ২৭২ আসন। সে ক্ষেত্রে এককভাবেই সরকার গঠনের আসন ইতোমধ্যে লাভ করে ফেলেছে মোদীর বিজেপি। তার দলের নেতৃত্বাধীন এনডিএ জোট লাভ করেছে ৩৪১ আসন।

অপরদিকে সোনিয়া গান্ধী-রাহুলদের কংগ্রেসের ভরাডুবি হয়েছে ১৬তম নির্বাচনে। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৫টি আসন, দলটির নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৫৭টি আসন।

নির্বাচনে তামিলনাড়ুর এএডিএমকে পেয়েছে ৩৬টি আসন, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৩টি আসন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।