ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপিতে যোগ দিলেন গায়ক কুমার শানু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
বিজেপিতে যোগ দিলেন গায়ক কুমার শানু কুমার শানু

কলকাতা: ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন পরপর পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড মাতানো বাঙালি গায়ক কুমার শানু।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন তিনি।

তাকে সম্মান জানিয়ে দলের সদস্যপদ দেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিজেপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার কলকাতায় বুদ্ধিজীবী ও সাধারণ মানুষদের নিয়ে একটি মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে যোগ দেন জাদুকর পিসি সরকার, অভিনেতা নিম্বু ভৌমিক, জর্জ বেকারসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে জল্পনা শুরু হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়েও।

শোনা যাচ্ছে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এখনও কোনো পক্ষেই এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।