ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

খেলার মাঠে আহত ভারতের উদীয়মান ক্রিকেটারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
খেলার মাঠে আহত ভারতের উদীয়মান ক্রিকেটারের মৃত্যু ঙ্কিত কেশরী

কলকাতা: ম্যাচ খেলার সময় মাঠে আঘাতপ্রাপ্ত পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক অঙ্কিত কেশরী মারা গেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনে ইস্টবেঙ্গল ক্রিকেট ক্লাবের পক্ষে খেলতে গিয়ে মাথায় আঘাত পান অঙ্কিত।

মাঠেই অজ্ঞান হলে তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার (২০ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়।

অঙ্কিতের মৃত্যুতে পশ্চিমবঙ্গের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ক্রিকেট খেলোয়াড়রা।

‌এদিকে অঙ্কিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রশাসক সংস্থা সিএবি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।