কলকাতা: গড়বেতা হত্যা মামলায় সিআইডি’র রিমান্ডে থাকা সাবেকমন্ত্রী ও গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষ অসুস্থ হয়ে পড়ায় তাকে শনিবার গভীর রাতে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে।
সিআইডি সূত্রে জানানো হয়েছে, তার রক্তচাপ বেশি।
জেরার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি কোনো সিআইডি আধিকারিক। তবে শনিবার বিকালের মধ্যে দু’বার তাকে পরীক্ষা করতে ভবানী ভবনে, সিআইডি’র সদর দপ্তরে যেতে হয়েছিল চিকিৎসকদের।
শনিবার গড়বেতার বেনাচাপড়ায় সুশান্ত ঘোষের পৈতৃক বাড়িতে থেকে ১৩টি ‘খালি কার্তুজ‘ উদ্ধার করেছে সি আই ডি’র তদন্তকারী দল। চন্দ্রকোনা রোডের যে বাড়িতে তিনি বসবাস করতেন, সেই বাড়িতেও এদিন পুলিশ তল্লাশি চালায়। কলকাতায় আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সরকারী ফ্ল্যাটও এদিন সিল করে দেয় পুলিশ।
শনিবার রাতে কলকাতায় সিআইডি’র ডিআইজি( অপারেশন) কে জয়রামন বলেন, ‘খালি নয়, তাজা কার্তুজ, অর্থাৎ অব্যবহৃত কার্তুজ পাওয়া গেছে। ’
এদিন তিনি বলেছেন, ‘একটি বন্দুক রাখার চামড়ার খাপও মিলেছে। আর সুশান্ত ঘোষের ভাইপো সুমন ঘোষ সিআইডি’র তদন্তকারী দলকে জানিয়েছে,তাঁদের একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে। সেটি গত বিধানসভা নির্বাচনের আগে থানায় জমা দেওয়া হয়েছে। ’
কে জয়রামন এদিন সাংবাদিকদের জানিয়েছেন যে, সুশান্ত ঘোষ জেরার সময় তাদের জানিয়েছেন, যে ঘটনার জন্য তাতে দায়ী করা হচ্ছে, ঐ দিন তিনি বাবার চিকিৎসার জন্য গড়বেতার বাইরে ছিলেন। ’
এছাড়াও সিআইডি’র দল দুটি মোবাইল ফোন বেনাচাপড়ার বাড়ি থেকে নিয়ে এসেছে। যদিও ঐ দুটি ফোনের একটিও সুশান্ত ঘোষের নয়।
ভারতীয় সময়: ১৮০৫ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১