কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে বালা চুরি হয়ে গেল প্রকাশ্যে। এনিয়ে তদন্তে নেমেছে রাজ্যের পুলিশ।
বুধবার বিকালে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে জেলাশাসকের কার্যালয়ের বাইরে আচমকাই ৩/৪ জন নারী মমতাকে প্রণাম করতে যায়।
ওই সময় একজন নারী তাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করেন তার হাতের বালাটি নেই ও ঘড়িটিও নিখোঁজ।
এই বালাটি তার মায়ের দেওয়া। বিষয়টি জানার পর রাজ্য প্রশাসনের নির্দেশে নড়েচড়ে বসে উত্তর ২৪ পরগণা জেলা পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর বালা হারিয়ে যায়নি। সেটি ছিনতাই হয়েছে।
যদিও এই অভিযোগ খন্ডন করেছেন জেলা পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। তিনি শুক্রবার বলেছেন, ভিড়ের ধাক্কায় মুখ্যমন্ত্রীর বালাটি হারিয়ে গেছে বলে জানাতে পেরেছি। তবে তার ঘড়িটি পাওয়া গেছে। বালাটির জন্য তদন্ত শুরু হয়েছে।
জেলাশাসকের ঘরের সামনে এই বালা চুরির ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে প্রশাসন। তদন্তে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীর ছবি দেখে সনাক্ত করেছে পুলিশ।
পুলিশ এও জানাতে পেরেছে, ওই দিন প্রীতি মন্ডল নামে একজন মুখ্যমন্ত্রীকে কোলে তুলে নেন। তার বাড়ি ঘোলার মাসুন্দায়। তাকে এখন জেরা করা হচ্ছে। প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২১. ২০১১