পশ্চিমবঙ্গ: মাওবাদী গেরিলা দমনে যৌথ বাহিনী নামানো হবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরুলিয়ায় মাওবাদীদের হাতে একজন তৃনমূল কংগ্রেস সমর্থক নিহত হওয়ার পর শুক্রবার মমতা এ কথা বলেন।
জঙ্গলমহালে মাওবাদীদের আক্রমন ঠেকাতে গ্রাম্য পেট্রোল কমিটি গঠনের কথাও বলেন এসময় মমতা।
মমতা আরও বলেন, ‘ক্ষমতায় আসার পর বিগত চারমাস ধরে যৌথ বাহিনীর অপারেশন আমি বন্ধ রেখেছিলাম। আলোচনার ভিত্তিতেই আমি সমস্যার সমাধান করতে আগ্রহী ছিলাম। কিন্তু এই হত্যাকারীরা(মাওবাদীরা) আলোচনায় আগ্রহী নয়। ’
আর তাই আবারও যৌথ বাহিনীর(আধা সামরিক বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ) অপারেশন শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এরকম খুনীদের হাতে আমরা সাধারণ জনগণকে মরতে দিতে পারি না বলেও জানান মমতা ব্যানার্জি।
পুরুলিয়া জেলার বলরামপুর এলাকায় মাওবাদীদের হাতে জিতু সিং নামে একজন তৃনমূল কংগ্রেস সমর্থক নিহত হওয়ার পরই মমতা এ মন্তব্য করলেন।
পুরুলিয়া পুলিশ পরিদর্শক সুদীপ চৌধুরী বলেন, ‘জিতু সিং হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ’
মাওবাদীরা কমিউনিস্ট পার্টি অব ইন্ডয়া-মার্ক্সসিস্ট (সিপিআই-এম) পর্টির কাছ থেকে সহায়তা পাচ্ছে এমন অভিযোগ করে মমতা বলেন, ‘আমরা জানি তৃনমূল কংগ্রেস সমর্থকদের হত্যা করতে সিপিআই-এমের স্বশস্ত্র গ্রুপ মাওবাদীদের সহায়তা করছে। গত কয়েকমাস ধরেই মাওবাদীরা আমাদের পার্টির গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যা করছে। ’
এছাড়াও মাওবাদীরা বর্হিবিশ্ব থেকেও সাহায্য পাচ্ছে বলেও দাবি করেন মমতা।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১