কলকাতা: জিএনএলএফের পর এবার আসন্ন দার্জিলিং পাহাড়ের ৪টি পৌরসভা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী জোট বামফ্রন্ট।
সোমবার রাতে শিলিগুড়িতে রাজ্যের সাবেক পৌর ও নগর উন্নয়নমন্ত্রী সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেছেন, তারা এই পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন না।
অশোক ভট্টাচার্য আরও বলেন, এই ভোটে দলীয় প্রার্থীদের কোনও নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পাহাড়ে কোনও গণতান্ত্রিক ব্যবস্থা নেই। তাই তারা প্রার্থী দিচ্ছেন না।
বামফ্রন্ট ও জিএসএলএফ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে বিমল গুরুংয়ের দল জনমুক্তি মোর্চার প্রার্থীরা ৪টি পৌরসভাতেই প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর নির্ধারিত সময়ের প্রায় দু’বছর পর দার্জিলিং শহরের ৩২টি, কাশিয়াংয়ে ২০টি, কালিম্পংয়ে ২৩টি এবং মিরিকের ৯টি আসনে পৌরনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১