ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ মাওবাদীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

কলকাতা: পুরুলিয়ার জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন বলরামপুরে নিহত দুইজন তৃণমূলকর্মীর হত্যাকারীদের ধরতে যৌথবাহিনীর সঙ্গে সোমবার রাতে প্রায় সাড়ে ১২ ঘণ্টা ধরে ব্যাপক সংর্ঘষ হয়। এই সংর্ঘষে দুইজন মাওবাদীর মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন যৌথবাহিনীর দুইজন নাগারেজিমেন্ট সদস্য।
মঙ্গলবার সকালে আহতদের চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই সংর্ঘষে বীরেন ও সুরেন নামে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে এসএলআর, ইনসাস, একে-৪৭ রাইফেল এবং মাওবাদীদের পোশাক ও সরঞ্জাম উদ্ধার হয়েছে।

ওই এলাকায় এখনও পলাতক মাওবাদীরা লুকিয়ে আছে বলে পুলিশ সন্দেহ করছে। ঘটনাস্থলে উপস্থিত সিআরপিএফের এসপি মনোজ বর্মার নেতৃত্বে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় মাওবাদী নেতা বিক্রমের নেতৃত্বে যে দলটি হামলা করেছিল তৃণমূলকর্মী রাজেন সিং সর্দারের বাড়িতে তার মধ্যে দুইজনকে সনাক্ত করেছেন তিনি।

রাজেন সিং সর্দার বলেছেন, তিনি আগে জনসাধারণের কমিটির সদস্য ছিলেন। পরে কমিটি মাওবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে দেখে কমিটি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এই কারণেই তার বাবা ও ভাইকে খুন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।