ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আজ মমতার সঙ্গে দেখা করবেন দীপু মনি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১
আজ মমতার সঙ্গে দেখা করবেন দীপু মনি

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আজ দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে কলকাতায় তিনি মমতার সঙ্গে এই সাক্ষাৎ করবেন।



মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (আইওআর-এআরসি) ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্গালোরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র জানায়, বুধবার দুপুর ১১টায় ব্যাঙ্গালোর থেকে বিমানে কলকাতা যাবেন দীপু মনি। পরে তিনি বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেলে। সেখানে তিনি দুপুরে খাবার গ্রহণ করবেন। এরপর বিশ্রাম নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে মহাকরণে যাবেন।

সূত্র আরও জানায়, বিকেল ৫টার দিকে তাদের এ সৌজন্য সাক্ষাত হওয়ার কথা রয়েছে। তবে তারা আনুষ্ঠানিক কোনও বৈঠকে মিলিত হবেন না।

দীপু মনি বুধবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।