আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় পথ চলা শুরু করলো দিল্লির জাতীয় নাট্য বিদ্যালয়ের শাখা।
বৃহস্পতিবার রাতে শচীন দেববর্মণ স্মৃতি সঙ্গীত মহাবিদ্যালয়ে জাতীয় নাট্য বিদ্যালয়ের শাখা অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
ত্রিপুরায় দেশের মধ্যে দ্বিতীয় এ ধরনের শাখা খুললো জাতীয় নাট্য বিদ্যালয়। এর আগে এক মাত্র কর্নাটকে তাদের প্রথম নাটক চর্চার কেন্দ্র খুলেছিল দিল্লির এই জাতীয় সংস্থাটি। সেদিক থেকে ত্রিপুরার মানুষের জন্য এ বিষয়টি বেশ গর্বের।
বছর দুয়েক যাবতই রাজ্য সরকার চেষ্টা করছিল এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য।
কয়েক বছর আগে জাতীয় নাট্য বিদ্যালয়ের একটি দল এসে ত্রিপুরায় বেশ কয়েক দিন কর্মশালার আয়োজন করেছিল। পরে তাঁরা রাজ্যে নাটকও মঞ্চস্থ করে। সেই থেকে জাতীয় নাট্য বিদ্যালয় নিয়ে রাজ্যের নাটক প্রেমী মানুষের মধ্যে দারুন উৎসাহ রয়েছে।
মুখ্যমন্ত্রী মানিক সরকার এই উপলক্ষে বলেন, বাংলাদেশ এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই কেন্দ্রটি সংস্কৃতি চর্চার জন্য আদর্শ হয়ে উঠুক। তিনি এই অনুষ্ঠানে বাংলাদেশের নাটক চর্চার বেশ প্রশংসা করেন। তিনি বলেন, ও দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের পরামর্শ নেওয়া যেতে পারে এই কেন্দ্রের আরও উন্নতির জন্য।
আগরতলার শচীন দেববর্মণ স্মৃতি সঙ্গীত মহাবিদ্যালয়ের একটি অংশে শুরু হয়েছে জাতীয় নাট্য বিদ্যালয়ের আগরতলা শাখা অফিসের কাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাট্য বিদ্যালয়ের অধিকর্তা অনুরাধা কাপুর। তিনি জানান, স্কুলের ছাত্রদের দিকেই তাদের বেশি নজর থাকবে। সেই সাথে স্কুলের শিক্ষকদেরও তাঁরা প্রশিক্ষণ দেবেন নাটকের ব্যপারে। নাটকের বিভিন্ন আঙ্গিক সম্পর্কে এখানে শেখানো হবে।
ত্রিপুরার এই কেন্দ্রটির নাম দেওয়া হয়েছে ‘নাটকের মাধ্যমে শিক্ষা শাখা’।
জাতীয় নাট্য বিদ্যালয়ের শাখা অফিস উদ্বোধন ঘিরে এদিন মানুষের মধ্যে ভালো সাড়া লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের কোলাজ ফুটিয়ে তোলা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১১