ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কিষেণজির মৃত্যুর প্রতিবাদে ডাকা হরতালে আংশিক সাড়া

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১
কিষেণজির মৃত্যুর প্রতিবাদে ডাকা হরতালে আংশিক সাড়া

কলকাতা: কিষেণজির মৃত্যুর প্রতিবাদে মাওবাদীদের রাজ্যজুড়ে ডাকা দুদিনের হরতালের শেষ দিনে আংশিক সাড়া পড়েছে জঙ্গলমহলে। তবে রাজ্যের অন্যত্র এ হরতালের কোনও প্রভাব পড়নি।



মাওবাদীদের নাশকতার ভয়ে জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার বেশিরভাগ স্কুল কলেজ ও অফিস আদালত বন্ধ ছিল এ দুদিন।

এলাকার বেশির ভাগ দোকানপাট খোলা থাকলেও বেশ কিছু জায়গায় তা বন্ধ ছিল। তবে এলাকায় যান চলাচলের করেছে খুবই কম।

মাওবাদীদের ডাকা বনধকে ঘিরে যাতে কোনও অঘটন না ঘটে , সেজন্য জঙ্গলমহলে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। পুলিশ ও যৌথবাহিনীর টহলদারী বাড়ানো হয়।

এদিকে রোববার জঙ্গলমহলের বেশ কিছু এলাকায় কিষেণজির মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পোস্টার পড়েছে। পোস্টারে মাওবাদীদের ডাকা বনধকে সফল করারও আহ্বন জানানো হয়েছে।

এছাড়া এদিন সকালে গোয়ালতর-হোমগড়ের সড়ক থেকে ল্যান্ড মাইন উদ্ধার করে যৌথবাহিনী।

মনে করা হচ্ছে,  কিষেণজির মৃত্যুর প্রতিবাদ জানাতে বড়সড় নাশকতা ঘটাতে মাওবাদীরা সড়কে ল্যান্ডমাইন রেখেছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।