ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিদেশি বিনিয়োগ নিয়ে মমতাকে ফোন মনমোহনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১১

কলকাতা: খুচরা বাজারে বিদেশি বিনিযোগ নিয়ে এবার সংসদে ভোট হলে যেন তৃণমুলের সমর্থন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেছেন বলে জানা গেছে।

মহারকরণ সূত্রে জানা গেছে, এই ইস্যুতে কংগ্রেসের প্রতি শরিকরা যখন অনাস্থ প্রকাশ করেছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী মনমোহন এই ফোন করলেন।

ভোটাভুটি হলে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করবে কিনা তা পরিস্কার করতে এই ফোন।

গতবৃহস্পতিবার তৃণমুল সাংসদ সুদীপ ব্যানার্জি  প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন, বিদেশি অনুপ্রবেশকে তারা মেনে নেবেন না। দলের এ ব্যাপারে মত নেই।

এদিকে, নয় দিন ধরে সংসদ অচল হয়ে আছে এই ইস্যুতে। এরফলে কংগ্রেসের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে লোকসভায় ২৭২ সংখ্যায় পৌঁছতে তৃণমূল এবং ডিএমকের ওপরে নির্ভর করতে হচ্ছে কংগ্রেসকে। কংগ্রেসের একক শক্তি ২৬৪।

প্রধানমন্ত্রী সম্ভবত এরজন্য রাজ্যকে বিশেষ প্যাকেজও দিতে চলেছেন। এদিন মনমোহন সিং মুখ্যমন্ত্রীর মায়ের শারিরীক অবস্থার খোঁজখবরও নেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, ডিসেম্বর ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।