আগরতলা (ত্রিপুরা): বনরক্ষীদের গুলিতে এক উপজাতি তরুণীর মৃত্যুর নিহতের প্রতিবাদে কংগ্রেস এবং সিপিআই (এম) এর ডাকা হরতালে শনিবার অমরপুর মহকুমা পুরোপুরি স্তব্ধ হয়ে আছে।
শুক্রবার বিকেলের দিকে অমরপুরে বনরক্ষীদের গুলিতে এক উপজাতি তরুণীর মৃত্যু হয়।
রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহতের পরিবারকে ৫ হাজার টাকা সাহায্য করা হয়েছে।
ঘটনার প্রকৃত সত্য উন্মোচনের দাবিতে এবং ঘটনার নিন্দা জানিয়ে শনিবার ১২ ঘণ্টার অমরপুর হরতাল দেয় কংগ্রেস এবং সিপিআই (এম)।
পুলিস জানিয়েছে, শুক্রবার কাঠ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন কর্মীরা অভিযানে নামে। অমরপুরের জঙ্গলে বেআইনিভাবে বাঁশ কাটার সময় তারা দুজনকে আটক করে।
ঐ দুজনকে গাড়িতে তুলতে যাবার সময় এলাকার মানুষ এসে ধস্তাধস্তি শুরু করে। তখন বনকর্মীরা গুলি চালায়। এতে বাচ্চা কোলে দূরে দাঁড়িয়ে থাকা সবিদা রিয়াং’র গায়ে গুলি লাগে।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিস এসে মৃত দেহ সরিয়ে নেয়। অবস্থা সামাল দেয়। এলাকাবাসীর অভিযোগ কোন রকম আগাম সতর্কতা ছাড়াই পুলিস গুলি চালিয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে এখনও।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১