ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে সোশাল নেটওয়ার্কিংয়ে নজরদারি আদালতের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

কলকাতা: সামনের বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইউটিউবসহ ২১টি ওয়েবসাইটকে অবমাননাকর মন্তব্য, লেখা অথবা ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দিল শনিবার দিল্লির আদালত।

৬ ফেব্রুয়ারির মধ্যেই অভিযুক্ত এই ২১টি সংস্থা কে আদালতের কাছে লিখিতভাবে তাদের বক্তব্য পেশ করতে হবে।

অন্যথায় অবমাননার দায় বর্তাবে এই ওয়েবসাইটগুলির ওপর।

সোশাল নেটওয়ার্কিং সাইটে মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর আপত্তিজনক ছবি নিয়ে গত ৬ ডিসেম্বরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক ও ধর্মীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে অবমাননাকর, উস্কানিমূলক মন্তব্যের ওপর লাগাম টানার কথা বলে ফেসবুককে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানিয়ে দেন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও, এধরনের বিষয় কোনওভাবেই মেনে নেবে না কেন্দ্র।

গুগল এবং ফেসবুককে বার্তা দিয়ে সিব্বল বলেন, ‘সংস্থার নিজেদের এমন ব্যবস্থা থাকা উচিত যাতে আপত্তিজনক কিছু নজরে আসা মাত্রই সাইট থেকে সরিয়ে নিতে পারে তারা। ’

সোস্যাল নেটওয়ার্কিং সাইটে প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর আপত্তিকর ছবি প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসে ভারত সরকার।

বিষয়টি নিয়ে টেলিকম মন্ত্রী কপিল সিবল ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহুর কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। যদিও তখন মন্ত্রীর সতর্কতার প্রেক্ষিতে কোনও প্রতিশ্রুতি দেননি তাঁরা। শুধু নির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখার কথা বলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।