কলকাতা: পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা সরকারি চাকরির আবেদন করতে পারবেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত সরকারের আমলে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৩২ বছর। ৫ বছর আগে তা বাড়িয়ে ৫ বছরের জন্য ৩৭ বছর করা হয়। আগামীকাল শনিবার ওই সময়সীমা শেষ হওয়ার কথা। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনার করা হয়।
তিনি আরও বলেন, মন্ত্রীসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ সি ও গ্রুপ ডি এর ক্ষেত্রে সাধারন শ্রেণীর বয়সের ঊর্ধ্বসীমা হবে ৪০ বছর। ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৩ এবং তফশিলী জাতি ও তফশিলী উপজাতীর ক্ষেত্রে এটি হবে ৪৫ বছর। আগামী ৫ বছরের জন্য এই নিয়ম চালু থাকবে।
গ্রুপ সি ও গ্রুপ ডি এর পাশাপাশি স্কুল শিক্ষকতার ক্ষেত্রেও এই বছর থেকেই এই নিয়ম চালু করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হবে বলে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।
মন্ত্রীসভার এই সিদ্ধান্তের ফলে চাকরির বয়স পার হয়ে যাওয়া বহু মানুষ চাকরির সুযোগ পাবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১