ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৭ মাসেই সব কিছু ভেঙে পড়েছে: বুদ্ধদেব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১
পশ্চিমবঙ্গে ৭ মাসেই সব কিছু ভেঙে পড়েছে: বুদ্ধদেব

কলকাতা: নতুন সরকারের শাসনে গত সাত মাসে রাজ্যের সমস্ত অবকাঠামো ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

শুক্রবার বর্ধমানে তিন দিনের জেলা সম্মেলনের শেষ দিনে দুর্গাপুরের জনসভায় বুদ্ধদেব ভট্টাচার্য  বলেন, কৃষি থেকে শিল্প, আইন সমস্ত কিছুই বর্তমান সরকারের আমলে সম্পূর্ণ ভেঙে পড়েছে।

বর্তমান সরকারের নীতির ফলে প্রতিটি জেলায় কৃষকরা মার খাচ্ছে। বিশেষ করে ধান ও পাটচাষীরা।

তিনি বলেন, এবার আমন ধানের অধিক ফলন হওয়া সত্ত্বেও কৃষকরা পয়সা পাচ্ছেন না। এর উপর কৃষকরা বাজারে ন্যায্য দামে সার পাচ্ছেন না। কালোবাজারিতে ছেয়ে গিয়েছে। অথচ বাম আমলে এ রকম ছিল না। সেই সময় একটি সুনির্দিষ্ট পরিকাঠামো ছিল। কিন্তু বর্তমান সরকার সেই পরিকাঠামোকে ভেঙে দিয়েছে। একই অবস্থা পাটচাষীদের ক্ষেত্রেও।

এর জন্য আগামী ৪ জানুয়ারি তারা কৃষক সমাবেশের ডাক দিয়েছেন বলে জানান বুদ্ধদেব।

এদিন পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন সাবেক মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বাম আমলে পঞ্চায়েত ব্যবস্থার একটি সুন্দর পরিকাঠামো ছিল। প্রতিটি পঞ্চায়েত অফিসে কাজ হতো। কিন্তু এখন অধিকাংশ পঞ্চায়েত অফিসই ফাঁকা পড়ে থাকে। কোনও কাজকর্ম হয় না। এমনকি একশ’ দিনের যে কাজের অধিকার আমরা আন্দোলন করে কেন্দ্রের কাছ থেকে আদায় করে নিয়েছিলাম, সেই কাজও এখন বন্ধ হয়ে আছে।

তবে এদিনও সাবেক বামফ্রন্ট সরকারের শিল্পের জন্য জমি অধিগ্রহণ নীতিতে কোনও ভুল ছিল না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ফের একবার জানিয়ে দেন।

তিনি বলেন, শিল্পের জন্য জমি অধিগ্রহণ নীতি ঠিক ছিল। তা নাহলে রাজ্যে শিল্প হতো না। আমাদের ডাকে সাড়া দিয়ে রাজ্যে শিল্পপতিরা আসতে শুরু করেছিলেন। এখন শিল্পপতিরা এই রাজ্যে আসতে ভয় পাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বিদ্যুৎ শিল্পের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, রাজ্যে বিদ্যুৎ শিল্প না হলে ভবিষ্যতে রাজ্যবাসীকে ভুগতে হবে।

তবে জমি অধিগ্রহণ নীতিতে পদ্ধতিগত কিছু ভুল ছিল বলে এদিন তিনি স্বীকার করে নেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।