ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় পণ্য নকল করে ভারতেই বিক্রি করছে চীন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
ভারতীয় পণ্য নকল করে ভারতেই বিক্রি করছে চীন!

কলকাতা: ভারতের বাজারে যেমন সয়লাব হয়ে গেছে চীনা পণ্য, ঠিক তেমনই চীনের বাজারেও ভারতীয় পণ্য জনপ্রিয় ওঠেছে। আর এই সুযোগটা নিয়ে চীনে ভারতীয় পণ্যগুলির নকল করার একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে।



অভিযোগ ওঠেছে, এই অসাধু ব্যবসায়ীরা ভারতের পণ্য নকল করে শুধু চিনে নয়, ‘মেড ইন ইন্ডিয়া’ ছাপ মেরে ভারতসহ বিভিন্ন দেশে রফতানি করছে ব্যাপক হারে।

জানা গেছে, চীনের বাজারে ডাবর, আইটিসির মতো সংস্থাগুলির পণ্যগুলি ব্যাপক জনপ্রিয়। কিন্তু এই নকল পণ্যের কারণে ভারতীয় সংস্থাগুলির বছরে ৫০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে।

ডাবরের জিএম ফাইন্যান্স অশোক জৈন বলেছেন, ‘চীনে তাদের যে পণ্য বিক্রি হচ্ছে তা অধিকাংশই নকল। এর গুণমান খারাপ। এর ফলে আমাদের সুনাম নষ্ট হচ্ছে। এই চক্র রোখার জন্য আমরা ২০ বার চীনে বিভিন্ন কারখনায় তল্লাশি করেছি। কিন্তু চিনের সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ’

আইটিসির আধিকারিক প্রদীপ দীক্ষিত জানিয়েছেন, তাদের সংস্থার জনপ্রিয় সিগারেটের
ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্য জাল করে ভারতের উত্তর প্রদেশ, ছত্তিশগড়, বিহারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিদেশেও রফতানি করা হচ্ছে।

ভারত সরকারের পক্ষ থেকে এই অসাধু চক্রকে আটকানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রাজস্ব ও শুল্ক পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, তাদের কাছে চীন এখন বড় সমস্যা। নোকিয়া, অ্যাডিডাস, রিবক, নিভিয়া এমনকি বেনারসি শাড়িসহ বিভিন্ন পণ্য চিনে নকল হয়ে ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। ওষুধও নকল করছে চীন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।