ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার রাজ্য সরকারের সমলোচনায় ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২

কলকাতা: কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বির্তকে এবার নতুন মোড় নিলো। রাজ্য সরকারের শরিক দুই দলের বিবাদ এবার বিধানসভা অধিবেশনে গড়ালো।



সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মনোজ চক্রবর্তী।

এদিন তিনি বলেন, ‘রায়গঞ্জ ও মাঝদিয়ার কাণ্ডে সরকারের মুখ পুড়েছে। সরকার জোটধর্ম ও রাজধর্ম কোনোটাই পালন করছে না। জোট করেই আমরা নির্বাচনে এসেছি। কারো দয়ায় আসিনি। দলের নির্দেশ পেলে ছেঁড়া চটির মতো ছেড়ে চলে যাবো। অবিলম্বে তৃণমূলের সংযত হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়:১৬৫৭ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।