নয়াদিল্লি: গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকেই জিটিএ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাপ বাড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার দিল্লিতে সচিবস্তরের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোর্চা নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে তাড়াহুড়ো নয়। জিটিএ নিয়ে ১৬টি মন্ত্রকের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে তারা।
একদিকে গোর্খাল্যান্ডের দাবিতে অনড় অবস্থান। পাশাপাশি তরাই-ডুয়ার্সকে জিটিএর অর্ন্তভুক্ত করার দাবি থেকেও সরেনি মোর্চার শীর্ষ নেতৃত্ব। গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভায় জিটিএ বিল পাশ হয়েছে। তার ৬ মাসের মধ্যে জিটিএ গঠনের কথা।
জিটিএর জন্য বরাদ্দ ২ হাজার কোটি রুপির মধ্যে ৯৩ কোটি রুপির উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছে মোর্চা। মোর্চা সদস্যদের বিরুদ্ধে যে সব ফৌজদারী মামলা রয়েছে, তা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতমের নেতৃত্বে একটি সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
তবে নির্ধারিত ৬ মাসের মধ্যে জিটিএ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১৬টি মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্টগুলি খতিয়ে দেখেই জিটিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই মিলবে ভারতের রাষ্ট্রপতির অনুমোদন।
ভারতীয় সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২