ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা পুলিশ পাচ্ছে প্রেসিডেন্ট কালার মেডেল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বিশেষ পুরস্কার পাচ্ছে ত্রিপুরা পুলিশ। বুধবার রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় সিংহের হাতে ভারতের রাষ্ট্রপতির সম্মান সূচক পতাকা তুলে দেবেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।

কোনও বাহিনীকে দেওয়া দেশের অন্যতম এ সর্বোচ্চ সম্মানের পোশাকি নাম ‘প্রেসিডেন্ট’স কালার’।

ভারতের স্বাধীনতা অর্জনের পর ত্রিপুরার আগে মাত্র তিনটি রাজ্যের পুলিশ এ সম্মান পেয়েছে। সে হিসাবে গত ৬৫ বছরে ত্রিপুরা চতুর্থ রাজ্য হিসাবে পেতে যাচ্ছে প্রেসিডেন্ট কালার। ত্রিপুরার আগে এ সম্মান পেয়েছে পাঞ্জাব, জম্মু-কাশ্মির, এবং তামিলনাড়ু।
মূলত সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠার জন্য এ বিরল সম্মান দেওয়া হয়।

এ সম্মান ত্রিপুরা পুলিশের শৌর্য বীর্যের প্রতীক বলে বর্ণনা করেছেন রাজ্য পুলিশের ডি জি সঞ্জয় সিংহ।

তিনি বলেন,সন্ত্রাসবাদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের লড়াই আজ সারা দেশের কাছে দৃষ্টান্ত।
রাজ্য পুলিশের এ সম্মান প্রাপ্তিতে খুশি ত্রিপুরার সমগ্র পুলিস এবং টি এস আর জওয়ানরা।
বুধবার বিকাল চারটায় পুলিশ মাঠে উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি এ বিশেষ পুরস্কার তুলে দেবেন।  
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।