ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নজরুল ভবন নিয়ে অনড় মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

কলকাতা: আরও একবার নজরুল ভবন নিয়ে নিজের অনড় মনোভাবের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ভাতা প্রদান অনুষ্ঠানে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার এ অনড় মনোভাব জানান।



এদিন তিনি নাম না করে এ ইস্যুতে শরিক কংগ্রেসকে কটাক্ষ করেছেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, সিপিআইএম’র সঙ্গে হাত মিলিয়েছে তাদের বন্ধুরা। তারা রাস্তা অবরোধ করছে। নজরুলকে সম্মান জানানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার থেকে সরকার সরবে না।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা ও উন্নয়নের জন্য কতগুলো পদক্ষেপ হাতে নিয়েছেন তা বলেন।

কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনকে ঋণ দেন তিনি। ছাত্র-ছাত্রীদের হাতে তিনি ভাতাও তুলে দেন।

এছাড়াও তিনি কলকাতার বড় ৩টি ফুটবল ক্লাবের হাতে ১ কোটি রুপির চেক তুলে দেন।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী জাভেদ খানও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।