ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরবঙ্গে বাংলা ভাষা বাঁচাও কমিটির হরতালে মিশ্র সাড়া

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২
উত্তরবঙ্গে বাংলা ভাষা বাঁচাও কমিটির হরতালে মিশ্র সাড়া

কলকাতা: উত্তরবঙ্গে দার্জিলিং পাহাড়ের জিটিএ চুক্তির বিরোধীতায় বাংলাভাষা বাঁচাও কমিটির হরতালে মিশ্র সাড়া লক্ষ্য কর গেছে সোমবার।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কিছুটা সাড়া পড়লেও অন্যান্য জেলায় কোনো প্রভাবই পড়ে নি।



এদিন এনজিপি রেলস্টেশনসহ বেশ কয়েকটি জায়গায় জাতীয় সড়কে অবরোধে সামিল হন হরতাল সমর্থকরা। ফলে বেশ কিছু ট্রেনসহ সড়কে যানবাহন আটকে পড়ে।

কিছু জায়গায় বেশ কম সংখ্যক দোকানপাট খুলেছে। সড়কে যানবাহনের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। অফিস আদালতে উপস্থিতির হার কিছুটা কম।

তবে উত্তরবঙ্গের প্রায় সব চা বাগানই কাজকর্ম চলছে।

এদিকে এই হরতালকে কেন্দ্র করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় সেজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।