কলকাতা: উত্তরবঙ্গে দার্জিলিং পাহাড়ের জিটিএ চুক্তির বিরোধীতায় বাংলাভাষা বাঁচাও কমিটির হরতালে মিশ্র সাড়া লক্ষ্য কর গেছে সোমবার।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কিছুটা সাড়া পড়লেও অন্যান্য জেলায় কোনো প্রভাবই পড়ে নি।
এদিন এনজিপি রেলস্টেশনসহ বেশ কয়েকটি জায়গায় জাতীয় সড়কে অবরোধে সামিল হন হরতাল সমর্থকরা। ফলে বেশ কিছু ট্রেনসহ সড়কে যানবাহন আটকে পড়ে।
কিছু জায়গায় বেশ কম সংখ্যক দোকানপাট খুলেছে। সড়কে যানবাহনের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। অফিস আদালতে উপস্থিতির হার কিছুটা কম।
তবে উত্তরবঙ্গের প্রায় সব চা বাগানই কাজকর্ম চলছে।
এদিকে এই হরতালকে কেন্দ্র করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় সেজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১২