কলকাতা: রাজ্য মন্ত্রিসভা থেকে কংগ্রেসকে আরও গুরুত্বহীন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হল।
মহাকরণে দাঁড়িয়ে বিদ্রোহ করা কংগ্রেসের মনোজ চক্রবর্তীর হাত থেকে পরিষদীয় মন্ত্রক কেড়ে নিয়ে সেখানে মন্ত্রী করা হল তৃণমুলের অরূপ বিশ্বাসকে।
সোমবার দুপুরের মন্ত্রী হিসাবে তৃণমুলের ২ বিধায়ক অরুপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যের নাম রাজভবনে পৌঁচ্ছে যায়। বিকাল ৪টা ১৫ মিনিটে তাদের রাজ ভবনে শপথ গ্রহণ করান রাজ্যপাল এম কে নারায়ণ।
সোমবারই মন্ত্রী হিসেবে শপথ নেওয়া অরূপ বিশ্বাসকে। একইসঙ্গে উজ্জ্বল বিশ্বাসের হাতে থাকা যুব কল্যান এবং আবাসন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে তাকে।
স্বাস্থ্য দপ্তর নিয়ে লাগাতার বিতর্কের মুখে পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রীর জোরালো দাবি উঠতে শুরু করেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য মন্ত্রক নিজের হাতে রাখলেও রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সোমবারই শপথ নেওয়া চন্দ্রিমা ভট্টাচার্যকে।
দায়িত্ব বাড়ানো হয়েছে মদন মিত্র এবং সুদর্শন ঘোষ দস্তিদারের। ক্রীড়ামন্ত্রকের সঙ্গে এখন পরিবহন মন্ত্রকেও সামলাবেন মদন মিত্র। পরিবেশমন্ত্রকের সঙ্গে সঙ্গে পূর্ত মন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সুদর্শন ঘোষ দস্তিদারকে।
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ মন্ত্রীসভার প্রায় সব মন্ত্রী, মুখ্যসচিব, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কলকাতার মেয়র প্রমুখরা উপস্থিত ছিলেন
বেশ কিছুদিন ধরেই রাজ্য মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা শোনা যাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই বিষয়ে ইঙ্গিত দেন। প্রথমে মনে করা হয়েছিল আগামী বুধবার এই সম্প্রসারণ হবে । কিন্তু মঙ্গলবার থেকে রাজ্যপাল দু`দিনের জন্যে বাইরে যাচ্ছেন। তাই তড়িঘড়ি এদিনই সরকারের পক্ষ থেকে মন্ত্রীসভার সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, অরুপ বিশ্বাস টালিগঞ্জ এবং চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত। গত ২০ মে রাজ্যে ঐতিহাসিক পালাবদলের ৭ মাস পর এই নিয়ে দ্বিতীয়বার মমতার মন্ত্রীসভার সম্প্রাসারণ ঘটল। ৩৯ থেকে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪৫।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২