নয়াদিল্লি : ফের দুর্নীতির অভিযোগ উঠল ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকারের বিরুদ্ধে। টুজি কেলেঙ্কারির পর এবার কয়লা কেলেঙ্কারি।
সম্প্রতি প্রকাশিত ক্যাগ রিপোর্ট অনুযায়ী ২০০৪ সাল থেকে ’০৯ সালের মধ্যে বিভিন্ন সংস্থাকে কয়লা খাদান বণ্টন করা হয়েছে কোনোরকম নিলাম ছাড়াই। যার ফলে সরকারের ক্ষতি হয়েছে ১০.৬৭ লাখ কোটি টাকা। অঙ্কের হিসাবে টুজি কেলেঙ্কারি ১.৭৬ লাখ কোটি টাকা থেকে ছয়গুন বেশি।
জানা গিয়েছে, ১৫৫ বর্গ একর জমিতে কয়লা খনিগুলি রয়েছে।
অভিযোগ, কয়লামন্ত্রক থেকে সামান্য অর্থের বিনিময়ে খনিগুলি কিনে উৎকৃষ্টমানের কয়লা বিক্রি করে লাভবান হয়েছে প্রায় ১০০টি বেসরকারি সংস্থা। এ ছাড়াও এই দলে রয়েছে কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। যার ফলে সরকারের কোষাগারের ক্ষতি হয়েছে প্রায় ১১ লাখ কোটি রুপি।
যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল।
তিনি পরিস্কার জানান, খনিতে কোনো আর্থিক কেলেঙ্কারি ঘটেনি। এই বিষয়ে সরব হয়েছেন বিরোধী সাংসদরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহির দাবি জানিয়ে সংসদে মুখর হয়েছে বিজেপিসহ অন্যান্য দল।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর