ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগে ৯২২ কোটি টাকা বিনিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগে ৯২২ কোটি টাকা বিনিয়োগ

ঢাকা: চলতি অর্থবছরে নতুন শিল্প প্রতিষ্ঠা, পুরোনো শিল্পের মেরামত ও শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগে ৯শ’ ২২ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়া অপ্রদর্শিত আয় বৈধ করতে ফ্যাট বা বাড়ি ক্রয়ে বিনিয়োগের সুযোগও ছিলো।



জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলীয় সাংসদ ইসরাফিল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পক্ষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান। উল্লেখিত তিনিটি খাতে ৯শ’ ২২ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে বলে জানান তিনি।
 
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, চলতি অর্থবছরেই কোম্পানি ও ব্যক্তিগত পর্যায়ে ১০টি কোম্পানি ও ১০ জন ব্যক্তি করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। এজন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
 
বিরোধীদলের সংসদ সদস্য আশরাফউদ্দিন নিজামের আরেকটি লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে জানান, ২০০৯-১০ অর্থবছরে অভ্যন্তরীন সম্পদ বিভাগ হতে সরকারের ৬২ হাজার কোটি টাকারও বেশি আয় হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।