ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.৩ শতাংশ: এডিবির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.৩ শতাংশ: এডিবির পূর্বাভাস

ঢাকা: চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার প্রকাশিত ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক-২০১০ আপডেট’-এ একথা জানানো হয়েছে।



ঢাকার আগারগাঁওয়ে এডিবির কান্ট্রি অফিসে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০১১ সালে ৬ দশমিক ৩ শতাংশ স্থিতিশীল প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলেছে, কৃষিখাতে ৪ দশমিক ১ শতাংশ, শিল্পখাতে ৭ দশমিক ৫ শতাংশ ও সেবাখাতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এডিবি’র সিনিয়র আবাসিক বিশেষজ্ঞ জাহিদ হোসেন বলেন, ‘চলতি অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। ’

তিনি বলেন, ‘তবে আগামী তিন থেকে চার বছরে বাংলাদেশের ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে। ’

দেশের অর্থনৈতিক সূচকগুলোকে ইতিবাচক উল্লেখ করে এডিবির বিশেষজ্ঞ বলেন, ‘সব প্রধান সূচক ইতিবাচক থাকায় উচ্চতর জিডিপি অর্জনের ক্ষেত্রে আস্থা বেড়েছে। ’

অনুষ্ঠানে এডিবি’র আবাসিক পরিচালক থেভাকুমার কান্দিয়া উচ্চতর প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে বিদ্যুৎ ও পরিবহন খাতের সমস্যা সমাধান, বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগের সুযোগ আরও বাড়ানোর পরামর্শ দেন।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ওপর গুরুত্ব আরোপ করে কান্দিয়া বলেন, ‘পিপিপি প্রকল্পগুলোকে কার্যকর করতে যথাযথ আইনগত ও পরিচালনা কাঠামো দ্রুত নির্ধারণ করতে হবে। ’

আঞ্চলিক যোগাযোগ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ও চীন সফরের ফলে আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। ’

এডিবি’র এই প্রতিবেদনে আগামী বছরের জন্য ৭ দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি এডিবি’র আগের পূর্বাভাসের চেয়ে দশমিক ৫ শতাংশ কম।

মূল্যস্ফীতির পূর্বাভাস প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘মূল্যস্ফীতির প্রধান দুই উপাদান তেল ও খাদ্যমূল্য আগামী বছর স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।