ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ঢাকা: নিজেদের মধ্যে শুল্কমুক্ত ও কোটাহীন বাণিজ্য সুবিধা চালুর জন্য স্বল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

নিউইয়র্কে সোমবার (নিউইয়র্ক সময়) জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য দেশগুলোর বার্ষিক মন্ত্রিপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক উন্নতির জন্য নিজেদের মধ্যে শুল্কমুক্ত, কোটাহীন ও মুক্ত বাজার অর্থনীতি চালু করতে পারে। ’

উন্নয়ন সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে দীপু মনি বলেন, ‘উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি তাদের বাস্তবায়ন করা উচিত। ’

পররাষ্ট্রমন্ত্রী এদিন স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রিপর্যায়ের বৈঠকেও অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী সোমবার মিশনের পররাষ্ট্রমন্ত্রী আবুল ঘেইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নে বাংলাদেশের প্রার্থিতার স্বপক্ষে মিশনের সমর্থন কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad